Ad Code

Responsive Advertisement

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার সুপারিশ সংসদীয় কমিটির


বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি। বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এটি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ করা হয়। পরে মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেওয়া হয়, প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে দেওয়ারও সুপারিশ করা হয়।মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে কার্যক্রম চলমান আছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে দেরি হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের সুপারিশ করা হয়।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement