Ad Code

Responsive Advertisement

ঢাকায় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক সদস্য নিহত


 রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা মহানগর পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম মো. বাবুল শেখ (৫০)। তিনি ডিএমপির কোতোয়ালি জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বাবুলের বাবার নাম জাফর শেখ। গ্রামের বাড়ি পাবনায়। তিনি ঢাকার শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন বাবুল। পথে যাত্রাবাড়ী এলাকায় তাঁকে কাভার্ড ভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ জানায়, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ছাড়া কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গত রাতে জানান, নিহত বাবুলের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement