Ad Code

Responsive Advertisement

অস্ত্র মামলায় বরকত-রুবেলের বিচারিক কার্যক্রম শুরু

 

ফরিদপুরের বহুল আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের বিরুদ্ধে হওয়া দুটি অস্ত্র মামলার বিচার কাজ শুরু হলো।

আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দুই ভাইসহ তিন আসামিকে আদালত প্রাঙ্গণে আনা হয়। দুপুরে অভিযোগ গঠন হওয়ার পর তাঁদের আবার জেলহাজতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে তাঁদের হাজির করা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। অপর একটি অস্ত্র মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান রুবেল ও তাঁর সহযোগী রেজাউল করিম বিপুল।



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement