Ad Code

Responsive Advertisement

প্রেমের প্রস্তাবে ‘না’, তুলে নিয়ে ধর্ষণ

 

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহমুদপুর গ্রামের নাহিদ ইসলাম (২০) ও মো. সুমন আহমেদ (২২)।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনিরুজ্জামান, ওসি, বিরামপুর থানা

এজাহার থেকে জানা যায়, মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়ে। নাহিদ তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে মেয়েটি রাজি হয়নি। এরপরও তাকে নাহিদ উত্ত্যক্ত করছিলেন। গত শুক্রবার রাত আটটার দিকে মেয়েটিকে বাড়ির সামনে থেকে নাহিদ তুলে নিয়ে যান। মেয়েটিকে কলার খেতে নিয়ে ধর্ষণ করেন নাহিদ। এ সময় সুমন পাহারা দেন। মেয়েটির চিৎকার শুনে কয়েকজন ছুটে গেলে নাহিদ ও সুমন পালিয়ে যান। এ ঘটনায় রাতেই মেয়েটির বাবা থানায় মামলা করেন। পুলিশ আজ ভোরে আসামিদের গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement