Ad Code

Responsive Advertisement

‘ম্যাজিক ফিগার’ মেলাতে শ্বাসরুদ্ধকর রাত

 

জয়-পরাজয়ের হিসাব মেলাতে নির্ঘুম রাত কেটেছে সমর্থকদের: ছবি বিবিসি


প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পার হয়ে গেলেও এখনও কার জয় হয়েছে, চূড়ান্ত করা সম্ভব হয়নি। আরও পাঁচটি অঙ্গরাজ্যের ফলাফল বাকি। ‘ম্যাজিক ফিগার’ ২৭০-এ পৌঁছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, দীর্ঘ সময় পার হয়ে গেলেও জানতে না পেরে নির্ঘুম আর শ্বাসরুদ্ধকর রাত কাটিয়েছেন সমর্থকরাওডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জর্জিয়া এবং পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করছেন। ট্রাম্প রাজ্য দুটিতে এগিয়ে গেলেও বেশি ব্যবধানে পিছিয়ে নেই বাইডেন। জর্জিয়ায় ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ট্রাম্প। আর বাইডেনের দখলে ৪৯.২ শতাংশ। আবার পেনসিলভেনিয়ায় ৫০.৭ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। বাইডেন পেয়েছেন ৪৮.১ শতাংশ।

তবে অ্যারিজোনায় ট্রাম্পের নেতৃত্ব হ্রাস পেয়েছে। ৫০.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অর্থাৎ একজন আরেকজনের চেয়ে এগিয়ে-পিছিয়ে থাকলেও সেটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই। সে কারণেই তুমুল অনিশ্চয়তা, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে একটি রাত কেটেছে সবার।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, জয় ঘোষণা হয়নি এমন পাঁচটি অঙ্গরাজ্যে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আরও ফলাফল প্রকাশ করা হতে পারে। এতে প্রতিযোগিতাপূর্ণ রাজ্যগুলোর ফলাফল আরও স্পষ্ট হতে পারে।


ভোটগণনা এখনও চলছে। কার জয়, কার পরাজয় নিশ্চিত হতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। চুলচেরা বিশ্লেষণের কমতি নেই কোথাও। ইলেক্টোরাল ভোটের জটিল হিসাবও দেখছেন অনেকে। তাই সে উদ্বেগে সবার একটি শ্বাসরুদ্ধকর রাত কেটেছ বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমসও।

করোনা ভাইরাস মহামারির মধ্যে এই নির্বাচন। তাই ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। এছাড়া এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে বলে ধারণা। এরমধ্যে পোস্টাল ব্যালট গুনতে সময় বেশি লাগছে বলে জানা গেছে।বুধবার (০৪ অক্টোবর) বাইডেনের মিশিগান আর উইসকনসিন জয়ের পর হোয়াইট হাউস দৌড়ে অনেক এগিয়ে যান তিনি। এরপর মনোযোগ চলে যায় বাইডেন জয় নিশ্চিত করে ফেলছেন কি-না তার ওপর। এবার কয়েকটি মুখ্য অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে জয়-পরাজয়। রাত পোহানোর পর সবার নজরও সেদিকেই। অবশ্য ট্রাম্প শিবির এরইমধ্যে আদালতে যাওয়ার হুমকি দিয়ে দিয়েছেন। গণনার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মামলাও করে ফেলেছেন।

এবারের নির্বাচনের ভোটগণনা যুক্তরাষ্ট্রজুড়ে ‘মিরর-ইমেজ’ ড্রামা তৈরি করেছে। জো বাইডেনের অ্যারিজোনা দখলে নেওয়া এক ধরনের বাজিমাত। যেখানে ট্রাম্প জর্জিয়া এবং পেনসিলভেনিয়ায় খুব একটা সুবিধা করতে পারেননি বাইডেনের পিছুটান উত্তাপে। বাইডেন ধীরে ধীরে ট্রাম্পের নেতৃত্বগুলো দখলে নিয়ে নিয়েছেন।

জর্জিয়া এবং পেনসিলভেনিয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে আরও একটি দফায় ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া অ্যারিজোনা দিনের শেষের দিকে আরও ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। নেভাদার ফলও এরইমধ্যে আসার কথা। যেখানে বাইডেন প্রায় আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্পের চেয়ে।

এদিকে জয়–পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে ছয় ইলেক্টোরাল ভোটের নেভাদা। জো বাইডেনের মিশিগানে এগিয়ে যাওয়ার পরই এই অঙ্গরাজ্য হয়ে উঠেছে তার জন্য হোয়াইট হাউসের চাবি। অঙ্গরাজ্যটির ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। রাজ্যের সরাসরি ও ডাকযোগে জমা পড়া সব ভোট গণনা হয়ে গেছে। কিন্তু নির্বাচনের দিন ডাকযোগে আসা ভোটের গণনা বাকি।

‘ম্যাজিক ফিগার’ ২৭০ থেকে মাত্র ছয় ভোট দূরে দাঁড়িয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে আছেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোটেই থেমে আছেন। আবার ট্রাম্প যদি হেরে যান, তাহলে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর এটিই হবে দেশটির প্রথম কোনো প্রেসিডেন্টের পুনর্নির্বাচনে হার।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement