Ad Code

Responsive Advertisement

আজারবাইজান সেনাবাহিনীর ‌‌‌‘মেটাল সংগীত’ ভাইরাল

যুদ্ধের দামামা বাজিয়ে আজেরি সেনাবাহিনীর ‌‌‌‘মেটাল সংগীতের’ ভিডিও ভাইরাল

আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই আজারবাইজানের সেনাবাহিনীর গাওয়া একটি মেটাল সংগীত ভাইরাল হয়েছে। সম্প্রতি এ সংগীতটি দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ইউটিউবে আপলোড করা হয়।  

নিউজ হাবের সংবাদে বলা হয়েছে, যদিও বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে আজারবাইজানের সেনাবাহিনী খুব বেশি শক্তিশালী না হলেও, শক্তিশালী রক সংগীতে তারা এগিয়ে রয়েছে। 

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো ১৭ অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। 

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।  

 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement