প্রতিবার ল্যাকমে ফ্যাশন উৎসবের প্রাঙ্গণ ঝলমল করে বলিউড তারকাদের দ্যুতিতে। নামীদামি ডিজাইনারদের পোশাক গায়ে তাঁরা র্যাম্পে রীতিমতো ঝড় তোলেন। করোনার কারণে এবার ল্যাকমে তাদের আসর বসিয়েছে ডিজিটাল আঙিনায়। তাই নেই সেই জাঁকজমক। নেই তারকাদের ভিড়। তবে শুরুতেই চমক দিয়েছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রা। ‘ল্যাকমে ফ্যাশন উইক–২০২০’–এর সূচনা হয় খ্যাতনামা এই ডিজাইনারের প্রদর্শন দিয়ে।

তাঁর পোশাক পরে র্যাম্প আলো করেছিলেন বলিউড নায়ক কার্তিক আরিয়ান। তবে ল্যাকমের এই ফ্যাশন উৎসবের প্রথম দিন ছিল তারকাবিহীন। পাঁচ দিনের এই আসরের প্রথম দিন ফ্যাশন দুনিয়ার নামীদামি ডিজাইনাররা তাঁদের আয়োজন নিয়ে হাজির ছিলেন। কিন্তু কোনো বিটাউন তারকাকে দেখা যায়নি এসব ডিজাইনারের পোশাক গায়ে র্যাম্পে উষ্ণতা ছড়াতে। তবে এই ফ্যাশন উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ল্যাকমের মঞ্চ আলো করেন বলিউড নায়িকা সন্দীপা ধর। কাবেরি ও অমিত ওয়াধওয়ার পোশাক গায়ে সকলের নজর কাড়েন এই বিটাউন–কন্যা।

‘ল্যাকমে ফ্যাশন উইক–২০২০’-এর দ্বিতীয় দিনের প্রথম আয়োজন ঝলমল ছিল বলিউড অভিনেত্রী সন্দীপা ধরের উপস্থিতিতে। ডিজাইনার কাবেরি ও অমিতের শোর শোস্টপার ছিলেন সন্দীপা। এই বলিউডকন্যা এই আয়োজনে উজ্জ্বল ছিলেন খাদির রক্তরঙা লেহেঙ্গা আর ঘটিহাতা পেপলাম ব্লাউজে। আর সন্দীপার পোশাকটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে হাতে বোনা এমব্রয়ডারির কাজে। কাবেরি-অমিত পশ্চিম বাংলার শিল্পকলাকে তাঁর এই সম্ভারে তুলে ধরেছিলেন। অমিত-কাবেরির পোশাক গায়ে উচ্ছ্বসিত সন্দীপা। তিনি ভার্চ্যুয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার সবচেয়ে পছন্দ হয়েছে পোশাকের রং। আমার মতোই উজ্জ্বল ছিল আমার পোশাকের রং। অমিত-কাবেরির পোশাক আমার ব্যক্তিত্বের সঙ্গে একদম মানানসই। এমনকি উৎসবের রাতেও খাদির নানা পোশাক হয়ে উঠতে পারে আমাদের পরিধান। আর অমিত-কাবেরির পোশাক অত্যন্ত আরামদায়ক।’
আগের দিন উদ্বোধনীতে ডিজাইনার পায়েল খান্ডেলওয়ালের জামদানির অভিনবত্ব সবার নজর কাড়ে। প্রতিবারের মতো এবারও নবীনের প্রদর্শন দিয়ে ল্যাকমে ফ্যাশন উৎসব শুরু হয়। এরপর গৌরাঙ্গ, রাজেশ প্রতাপ সিং, অ্যানাভিলা মিশ্র, পায়েল খান্ডেলওয়াল, আব্রাহাম অ্যান্ড ঠাকরেসহ একঝাঁক ডিজাইনার তাঁদের নকশার নতুন ধারা তুলে ধরেন।

0 Comments