Ad Code

Responsive Advertisement

মানিকগঞ্জে বিচারক-সংকটে মামলার জট

মানিকগঞ্জে বিচারক-সংকটে মামলার জট

মানিকগঞ্জের জেলা ও দায়রা জজের পদ প্রায় দেড় মাস এবং দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজের (যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক) পদ এক বছরের বেশি সময় ধরে শূন্য। এ ছাড়া এক বছরের বেশি সময় ধরে শূন্য রয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫–এর বিচারকের পদটিও।
জেলা ও দায়রা জজসহ তিন বিচারকের পদ শূন্য থাকায় প্রায় সাত হাজার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকাজ থেমে আছে। এতে তৈরি হচ্ছে মামলাজট। এ ছাড়া দূরদূরান্ত থেকে বিচারপ্রার্থীরা মাসের পর মাস আদালতে এসে হয়রানির শিকার হচ্ছেন।
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বদলি হয়ে অন্যত্র চলে যান জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। এরপর থেকে জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতের প্রধান কর্মকর্তা জেলা ও দায়রা জজের পদটি শূন্য হয়ে যায়। গত বছরের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত বদলি হন। এ ছাড়া গত বছরের ৩১ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫–এর বিচারক হাসান মোহাম্মদ আরিফুর রহমান অন্যত্র বদলি হওয়ার পর থেকে এ পদও শূন্য রয়েছে।সূত্র জানায়, বিচারক-সংকটে মামলাজট দেখা দিয়েছে। এসব মামলার বাদী-বিবাদীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা ও দায়রা জজসহ তিন বিচারক না থাকায় ৬ হাজার ৯৬৯টি দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকাজ থেমে আছে। এর মধ্যে জেলা ও জজ আদালতে দেওয়ানি মামলা ২৮২টি ও ফৌজদারি ৮৩৪টি, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২–এ দেওয়ানি ৪ হাজার ২৩৪টি ও ফৌজদারি ১ হাজার ১৮টি এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫–এ দেওয়ানি ও ফৌজদারিসহ ৬০১টি মামলা বিচারাধীন রয়েছে।

জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) মো. মেহের উদ্দিন প্রথম আলোকে বলেন, বিচারক না থাকায় সংশ্লিষ্ট আদালতগুলোতে সাক্ষী ও শুনানি গ্রহণ কার্যক্রম থেমে আছে। এতে তৈরি হচ্ছে মামলার জট। দূরদূরান্ত থেকে বিচারপ্রার্থীরা আদালতে এসে হয়রানির শিকার হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
গত সোমবার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২–এ মামলার শুনানিতে অংশ নিতে আসেন সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খেলেশ্বর গ্রামের খোরশেদ আলম। তিনি বলেন, ২০১২ সালে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে তাঁর প্রতিপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা করেন। পরে মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২–এ স্থানান্তর করা হয়। আদালতে বিচারক না থাকায় এ পর্যন্ত মামলার কোনো শুনানিই হয়নি।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement